সবাই কি সব দেখতে পাই!
আমি যা দেখতে পাই, তুমিও কি তাই দেখতে পাও?
দেখতে কি পাও আকাশের তারাগুলোর মাঝে আমাদের প্রিয়জনের অবয়বগুলো?
দেখতে কি পাও আমাদের স্বপ্নগুলোর প্রতিবিম্ব ঐ আকাশের নক্ষত্রের রাজ্যে?
হেল বব ধূমকেতু দেখতে কি পাও মহাকাশে?
হাজার বছরের গল্পকথা, সভ্যতার বিকাশ এবং ধ্বংস?
দেখতে কি পাও তুমি?
হেল বব ধূমকেতু?
আজটেক সভ্যতার উত্থান- পতন?
ইনকা সভ্যতার চরম বিকাশ,
ফেরাওয়ের নীলনদে ভেসে যাওয়া!
দেখতে কি পাও হিরোশিমা- নাগাসাকির জীবন্ত দগ্ধ হওয়া মানুষগুলোর আহাজারী?
আমি যা দেখতে পাই, তুমিও কি তাই দেখতে পাও??