সাম্প্রতিক প্রকাশনা

উৎসর্গ করলাম নিজেকে তোমার জন্যে

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 27 জন পাঠক।
 উৎসর্গ করলাম নিজেকে তোমার জন্যে

তোমার নিরাপত্তার জন্যে আমি সত্য বলে যাবো,

তোমার ভবিষ্যৎ স্বাধীনতাকে নিশ্চিত করতে; 

মিথ্যাকে কোনভাবেই বিনিময় করবো না।

তবুও অনিয়ন্ত্রিত আঙুলের কারসাজিগুলো;

হয়তোবা আমার হাত থামাতে পারবে না। 

আমি জানি আমার কণ্ঠ নিঃসৃত বাক্যসমূহ আজকের দিনে অচল;

কিন্তু তোমার আগামীর জন্যে তা উৎসর্গ করে গেলাম।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog