সাম্প্রতিক প্রকাশনা

একটি মাত্র জীবন আমার

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1159 জন পাঠক।
 আমরা জানালাম শুধু শব্দ দিয়ে নয়,
শুধু ছন্দ দিয়ে নয়।
কখনো কখনো মৃত্যু দিয়ে লেখা হয় আমাদের কবিতা।

হাওয়ার হাত মুছে নিচ্ছে অশ্রু, ঘাম আর রক্তের দাগ।
ভেঙ্গে পড়া মুহুর্তে আমাকে দাঁড় করিয়ে দিচ্ছে টানটান।

হাওয়ার হাত আমার হাত ধরতেই আমি জেনে যাচ্ছি আজ যুদ্ধ ঘোষণার দিন।
আমার রক্ত বর্ষণে পৃথিবী সড়বাত হবে।

আমি কারাগারের কুঠুরি থেকে বেরিয়ে যাবে।
একটি মাত্র জীবন আমার আমি স্বদেশকে দিলাম।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog