সাম্প্রতিক প্রকাশনা

বোনের জন্য আকুতি

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1223 জন পাঠক।
 ও  আমার বোন, আমার ভয় হচ্ছে; আমাদের দু’জনের জন্যে, 
বলতে গেলে সারা দেশ এবং এই পৃথিবীর সবার জন্যেই ভয় হচ্ছে। 

আমরা আটকা পড়েছি এমন একস্থানে, যেটা পূর্বের - পশ্চিমে,
পৃথিবীর এমন এক স্থানে যেখানে আমাদের জন্য ভোরের আলো ফোটে খুব ধীরলয়ে।
যেখানে ইতিমধ্যেই আমাদের ঘিরে ফেলেছে কুয়াশা....

আমাদের প্রার্থনার কুঞ্জগুলো অনেক আগেই আগুনের লেলিহান শিখায় ভস্মিভূত;
আমাদের ছোট বোন ও ভাইটা বাবার হাত পরম নির্ভরতায় শেষ পর্যন্ত ধরে রাখতে গিয়েও পরাজিত;
বলতে গেলে শতাব্দীর পর শতাব্দীব্যাপী আমরা পরাজিতই হয়ে চলেছি;

পালিয়ে যেতে চাও?
কোথায় পালাবে?
নেকড়ের দলতো সবখানে!

ওরা  আমাদের পূবে, পশ্চিমে,
এমনকি দক্ষিণ এবং উত্তরেও ওদের বিষাক্ত দন্ত সদা দীপ্তমান।
পালাবে কোথাও তুমি বোন আমার?

‘সুবোধও’ পালিয়ে বাঁচতে পারে নি।। 

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog