জিন্দা লাশ পর্ব-৫ অনেকটা পথ হাঁটতে হাঁটতে আবিদ মন্ডল একসময় ফুলছড়ি গ্রামে পৌঁছে যায়। সেখানেই আওলাদ মিস্ত্রির সঙ্গে পথে তার দেখা হয়। এই গ্রামে কেন সে ঘুর ঘুর করছে সেকথা বলে আওলাদ তাকে বকা দেয়। ক্লান্ত শ্রান্ত আবিদ মিস্ত্রি স্থান ত্যাগ করে। সারাটা দিন সে বড় একটা আম গাছের নীচে পার করে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। আধ ঘুম, আধ জাগরণে আবিদ মন্ডল একসময় ফুলছড়ি গাঁয়ের ভিতরে প্রবেশ করে। করিমন ব্যাপারীর খড়ের গাঁদাই তার শেষ আশ্রয়স্থল হয়। তারপর সরকারি হাসপাতালে। ফুলছড়ি গ্রামের জিন্দা লাশের আসল পরিচয় এবং আসল ঘটনা উদঘাটন করে ওসি নূরুদ্দিন নিজের দক্ষতা ও