সাম্প্রতিক প্রকাশনা

মা আমার মা

Doyen লেখাটি পড়েছেন 1391 জন পাঠক।
 আমার মা সোনা মা...
আমার মা সুন্দর মা
আমার বিশ্বের সেরা মা...

মাকে ছাড়া কিছু বুঝি নাকো।
মাই জীবনের আশা।

মার মুখেতে শিখেছিলাম আমার মার্তৃভাষা।
মার আঁচলে জরিয়ে ছিল অগাধ ভালোবাসা। 
মা জীবনের সুখ আমার যতো আশা।

মা ছাড়া কাটে না দিন
মা-ই তো ভালোবাসা। 

ছেলেবেলায় আগলে রাখে
সোনারতুল্য মা।
দামির চেয়েও দামি যিনি
সেতো হলো মা।।






পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog