‘সুবোধ’ তোমার সময় হয়নি জাগার,
এখন তোমার পথ নেই পালাবার।
বুনো নেকরেরা সন্ধানে একাকার,
চারদিক থেকে ঘেড়াও এখন তুমি।
আবার তুমি দিক হারা একাকী,
বন্ধুরা সব হাহাকার করে ফেরে,
স্বদেশ এখন তোমার বিরাণ ভূমি
এতো সহজইে মরতে হবে না তোমায়,
বীরের মতোই পুনরায় ফিরে এসো।
আজকে বিদায় জানাই তোমায় ‘সুবোধ’
এখন ঘুমাও, সময় হয়নি জাগার।।