সাম্প্রতিক প্রকাশনা

বাতাসে ভালোবাসার পোড়া গন্ধ

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 263 জন পাঠক।
 ভালোবাসা কি ভোলা যায়?
ভালোবাসার পোড়া গন্ধ বাতাসে ভাসে।

প্রতিরাতে মৃতদের আত্নারা জীবন্ত হয়ে ওঠে।
হৃদয়ের পোড়া গন্ধ বেলিরোড থেকে ধানমন্ডী,গুলশান,বনানী, উত্তরা হয়ে
ভেসে যায় বুড়িগঙ্গা হয়ে বঙ্গোপসাগরে।

সাগরের অন্তত নীল জলে ভেসে যায় জলপরি হয়ে।

তদন্ত রিপোর্টে আঁচড়া কাটে মৃত আত্নারা
আগামী দিনে মুক্তির অন্বেষায়;

নাগরিক সভ্যতার উন্নতিতে ধাবমান মানুষ
পোড়া পোড়া গন্ধ শুঁকে পথ চলে;

প্রতিবাদী সমাবেশ ছিন্নভিন্ন হয় দানবের হাতে;
ভাষাহীন শবের মিছিলে ঘেরাও হয় শাসকের সুরম্য প্রাসাদ,
এখানেও মৃতসব জীবন্ত মানুষ অনর্গল মিথ্যাচার করে,
ভালোবাসার পোড়া গন্ধ আকাশেবাতাসে

স্বজনের আর্তনাদ ঘুরে ফিরে শহরের অলিগলিতে,

মৃতরাই প্রতিবাদী মিছিলে
অন্ধকার রাতে নগরীতে বিদ্রোহ করে,
আসন্ন নতুন কোনো সূর্যোদয়ের তরে।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog