সাম্প্রতিক প্রকাশনা

নেতা ফিরে এসো

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 166 জন পাঠক।
 নেতা ফিরে এসো

অনেক হল নেতা তুমি
এবার ঘরে ফেরো। 
বাল্যকালের ম্মৃতিগুলো হাতরিয়ে যাও কোথা?
তোমার জন্য স্বদেশ জুড়ে
আম-জনতার ব্যথা।

অনেক হল নেতা তুমি
এবার ঘরে ফেরো।

তোমার জন্য ডাহুক ডাকা বন্ধ হলো গ্রামে
তোমার জন্য শহরেতে ঘা পড়েছে ড্রামে।

অনেক হল নেতা তুমি
এবার ঘরে ফেরো।

তোমার জন্য ভোরের আকাশ
রক্ত রাঙা হলো,
তোমার জন্য হৃদয় মাঝে
আবেগ বয়ে গেলো।

অনেক হল নেতা তুমি
এবার ঘরে ফেরো।

তোমার জন্য প্রজন্মের অপেক্ষায় যায় সময় ,
নেতাহীন জাতি বছরব্যাপী গুমড়ে  গুমড়ে মরে,
তবু কী আমাদের কথা তোমার মনে পড়ে?

অনেক হল নেতা তুমি
এবার ঘরে ফেরো।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog