সাম্প্রতিক প্রকাশনা

বাতওয়ালের ক্ষুধা (সপ্তদশ পরিচ্ছেদ (২)

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 118 জন পাঠক।
 বাতওয়ালের ক্ষুধা
সপ্তদশ পরিচ্ছেদ (২)

ভালকানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের নির্দেশক্রমে একটি বিশেষ স্পেস শিপ পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করলো। স্পেস শিপ ‘স্যান ফ্রানসোর ক্যাপ্টেন ডং কম্পিউটার মনিটরে দেখতে পেলেন বিষ্ণুবরেখার ওপারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রৌদ্রদগ্ধ গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। দ্বীপটির সৃষ্টি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে। বড়টির উচ্চতা ৩০০০ মিটার।এতো উচুঁতে যে এরা মেঘকে আকশর্ষণ করে ও বৃষ্টিপাত ঘটায়। এর গায়ে রয়েছে পাতলা ক্যাকটাস ও ছড়ানো ছিটানো ঝোঁপঝাড়। বৃষ্টিপাত এখানে খুব কম। বৃষ্টির পানি শিলার ওপর দিয়ে যেতে না যেতেই তা শুকিয়ে যায়। সেই জন্যে 
এখানে ছায়া সৃষ্টির মতো বৃক্ষরাজি, ঝোপ নেই, মাত্র গুটিকয়েক ক্যাকটাস রয়েছে। 

সূর্যতাপে সিদ্ধ হওয়া কালো বর্ণের লাভা এতোই গরম যে, কোনো উভচর এখানে কুঁচকে গিয়ে মুহূর্তে মারা যাবে। এই প্রতিকূল আবহাওয়াতেও আবির্ভাব ঘটেছে ইগুয়ানাদের। এরা এখানে টিকে থাকতে পারছে কারণ এদের দেহত্বক পানিরোধী যা উভচরদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দ্বীপে রয়েছে দু‘ধরনের ইগুয়ানা। স্থলচর ইগুয়ানা ছোট ঝোপঝাড়ে বাস করে এবং সামুদ্রিক ইগুয়ানা থাকে ঝাঁকে ঝাঁকে সমুদ্রের ধারে লাভাযুক্ত এলাকায়। 

ভালকানের বিজ্ঞান বলে  সরীসৃপ বা উভচরপ্রাণী কারো দেহের অভ্যন্তরে তাপ সঞ্চার করে না। সেগুলো পরিবেশ থেকে সরাসরি তাপ গ্রহণ করে। উভচরের ত্বক জলভেদ্য হবার কারণে ওরা সরাসরি সূর্য তাপ গ্রহণে সক্ষম নয়।  এগুলোকে তুলনামূলকভাবে শীতল ও  ধীরগুতিসম্পন্ন হতে হয়।  কিন্তু সরীসৃপের এধরনের সমস্যা না থাকায় ভালকানে সরীসৃপের বেড়ে উঠার ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি খুবই অনুকূল ছিল। ভালকানে সর্বোচ্চ পরিষদ ট্রেটা-৭০৭কে ভালকারে  প্রাণীবিবর্তন মনিটরিং এর সামগ্রিক দায়িত্ব দেয় তখুনি। খুবই নির্ভরযোগ্য এই কম্পিউটার ট্রেটা-৭০৭ এখন ভালকানের সুপ্রাহাই প্রযুক্তির কল্যাণে আন্তছায়াপথীয় মহাজাগতিক শক্তির বিরুদ্ধে এক নিñিদ্র প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে।

ওঝিমান্ডার হাতে এখন ক্ষুদ্র একটি যন্ত্র। দেখতে অনেকটা পৃথিবী একবিংশ শতাব্দীর মোবাইল ফোনের মতো। কিন্তু এটি একদিকে লেসার গান, অন্যদিকে ইন্টার ইউনিভার্সাল কমিউনিকেটর এবং বিম ডাউন-আপ সিনথেসাইজার হিসেবেও কাজ করে। ট্রেটা-৭০৭ এর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ব্যবজার হয় মাল্টিসুপার ইন্টার স্পেস হটলাইন। মহাশূন্যে স্থাপন করা আছে পৃথিবীর কক্ষপথের প্রায় ৩৬,০০০ কিলোমিটার উর্ধ্বে বিষুবরেখার কাছে ইন্টার গ্যালাক্্ির কমিউনিকেটর ডিস্ক স্যাটেলাইট লুবনা-৬৭। (চলবে)

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog