সাম্প্রতিক প্রকাশনা

ভাইরাস আক্রমণ এবং আন্ত গ্যালাক্সী সমঝোতা (ধারাবাহিক সায়েন্স ফিকশন কল্পকাহিনী)

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 40 জন পাঠক।
 ৬.
সার্স কোভিড ২ ভাইরাস তোমাদের মানুষদের দেহে ক্ষতির পাশাপাশি অনেক ধরনের মানসিক ক্ষতিসাধন করে, যা তোমরা প্রকৃতপক্ষে অনুধাবনও করতে পারবে না। বিষয়টি ভালকানের বিজ্ঞানীদেরও ভাবিয়ে তুলেছে। মানুষের মস্তিষ্কের হাইপোথ্যালামাস তার ক্ষুধা্, স্বপ্ন, আবেগ নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে সার্স কোভিড ২ ভাইরাস মানুষের আবেগ ও স্বপ্নের স্তরকে প্রভাবিত করে। ঘুমের উপর বিরূপ প্রভাব ফেলে সেজন্য করোনা থেকে সুস্ত্র হলেও অনির্দিষ্ট সময় ঘুমের সমস্যা্য় ভুগতে হয়। এ অবস্থা কখনও কখনও অসহনীয় হতে পারে।

হাইপোথ্যালামাস মানুষের দেহে যে ভারসাম্্যপূর্ণ অবস্থা বজায় রাখতে সচেষ্ট থাকে তা সার্স কোভিড ২ ভাইরাস বিনষ্ট করে দিতে পারে। হাইপোথ্যালামাস বিভিন্ন হরমোনের উপর প্রভাব বিস্তার করে।তাই ভালকানের বিজ্ঞানীরা জানতে আগ্রহী মেয়েদের হরমোনের কার্যকারনে হাইপোথ্যালামাসের যে প্রভাব তা পুরুষদের মতো একই রকমের কি’না? একরকমের না হলে সে ভিন্নতাকে কাজে লাগিয়ে ভ্যাকসিনের ক্ষেত্রে কোন বড় পরিবর্তন আনা সম্ভবপর হতে পারে।আর তা করা সম্ভবপর হলে একটা যুগান্তকারী ব্যাপার হবে। সেই ব্যাপারটিতে তোমাদের দু’জনেরই বিশেষ ভূমিকা থাকবে।  (চলবে)

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog